Pohela Boishakh, shuvo noboborsho 1430: নববর্ষ, সম্রাট আকবরের সময় থেকেই পালিত হয়ে আসছে পয়লা বৈশাখ

Outlinebangla: বাঙালির কাছে নববর্ষ বা পহেলা বৈশাখ খুবই তাৎপর্য পূর্ণ একটি দিন। বাঙালিদের কাছে পয়লা বৈশাখ মানেই একটি বড়ো ও আনন্দের উৎসব (Pohela Boishakh, shuvo noboborsho 1430)। বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন এটি। ভিন্ন ভিন্ন সংস্কৃতি ভিন্ন ভিন্ন দিনে নববর্ষ পালন করে থাকে। চৈনিক ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিনটি যেরকম ধুমধাম করে উদযাপন করা হয় সেরকম ১লা বৈশাখ (Pohela Boishakh, shuvo noboborsho 1430) দিনটিকেও মহাসমারোহে বিভিন্ন নিয়ম কাননের মধ্যে দিয়ে পালন করা হয়। কেউ গুঁড়িপাড়োয়া, উগাদি বলে, কেউবা পয়লা বৈশাখ বা বৈশাখী বলেও পালন করেন দিনটি।

নববর্ষ ২০২৩ (noboborsho 2023):

এইবছর পয়লা বৈশাখ ১৫ ই এপ্রিল অর্থাৎ শনিবার পালিত হবে। এই দিনটি অসমে বিহু হিসাবে অসমবাসী পালন করে থাকেন। এছাড়াও বাংলাদেশ ও ত্রিপুরা তেও পয়লা বৈশাখ বেশ গুরুত্ব সহকারে পালন করার রীতি রয়েছে।

পয়লা বৈশাখের তাৎপর্য: এই দিনটি খালসা গঠনের ( বিশুদ্ধতা) প্রতীক যেটির সূত্রপাত হয়েছিল ১৬৯৯ সালে। গুরু গ্রন্থ সাহেবকে শিখ দের শাশ্বত গাইড এবং পবিত্র গ্রন্থ হিসাবে ঘোষিত করা হয় ,শিখ গুরু ঐতিহ্যের সমাপ্তি ঘটে এই দিন (noboborsho)। ১লা বৈশাখ উচ্চ ও নিম্ন সম্প্রদায়ের মধ্যে পার্থক্য করেছিলেন গুরু গোবিন্দ সিং।

Bangla shuvo noboborsho 1430
(ছবি: সংগৃহীত)

বাঙালিদের কাছে পয়লা বৈশাখের গুরুত্ব (Pohela Boishakh, shuvo noboborsho 1430):

বাংলার নতুন বছরের সূচনা হয় ১লা বৈশাখ দিনটির হাত ধরে (noboborsho) । ধার্মিক দিকের পাশাপাশি ব্যবসায়ীদের কাছে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ১লা বৈশাখ নতুন আর্থিক বছরের সূচনা বোঝাতে হালখাতা নামক নতুন খাতার চলন শুরু করা হয়। ঈশ্বরের উদ্দেশ্য ফসলের ভালো ফলনের জন্যও পুজো -অর্চনা করে উদযাপন করা হয়।

Read More:
Breast cancer: ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলি কী কী? কীভাবে বুঝবেন
Classic bengali movies: কিছু কালজয়ী সিনেমা যে গুলি না দেখলই নয়
indian premier league: IPL-এর মরশুমে চিয়ার লিডারদের পারিশ্রমিক কত জানেন? চমকে যাবেন!

একনজরে হালখাতার ইতিহাস: সংস্কৃত ও ফারসি উভয় ভাষা থেকে আসা হাল শব্দটির পয়লা বৈশাখ বা নববর্ষের সাথে অঙ্গাগিক ভাবে জড়িত। সংস্কৃতে হাল শব্দটির অর্থ লাঙ্গল অন্যদিকে ফারসিতে হাল শব্দটির অর্থ নতুনত্ব বা নতুন। মানুষের যখন চাষবাস করতে শিখলো তখন লাঙ্গলের ব্যবহার করতে শিখলো, সেইসময় ফসল বিনিময়ের প্রথার ও প্রচলন হয়েছিল। ফসল বিনিময়ের হিসাবপত্র যে খাতাতে লেখা হতো, তাকেই হালখাতা বলে ডাকা হতো।

সম্রাট আকবরের সময় থেকেই পয়লা বৈশাখ পালিত হয়ে আসছে। জমিদারদের কাছ থেকে বকেয়া রাজস্ব আদায়কে পূন্যহ বলা হতো পরবর্তীকালে হালখাতা নাম হয়। একই সঙ্গে দোকান পাটের হিসাব হাল নগদ করার জন্য মোগল আমলেও ১লা বৈশাখ পালন করা হতো। প্রজাগন এই দিন চৈত্র মাসের শেষ পর্যন্ত খাজনা মিটিয়ে দিতেন বিনিময়ে জমিদাররা প্রজাদের মিষ্টিমুখ করার মাধ্যমে উৎসবে মেতে উঠতেন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,919FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস