Outlinebangla: অবশেষে চার বছরের অপেক্ষার অবসান শেষে মুক্তি পেল ‘পাঠান’ (Pathaan)। একজন গুপ্তচরের মতো শারীরিক গঠন থাকলেও পাঠানে অধিকাংশ কথাই শাহরুখ (Shah Rukh Khan) তাঁর চোখের ইশারাতেই বুঝিয়েছেন। প্রায় চার বছরের বিরতি নেওয়ার পর শাহরুখ খান (Shah Rukh Khan) প্রত্যাবর্তন করছেন বড়পর্দায় সঙ্গে তাঁর সেরাটা নিয়ে। শাহরুখ-এর আগে একাধিক সিনেমায় অ্যাকশন করলেও এই সিনেমায় তিনি অ্যাকশন হিরোর অবতারেই অবতীর্ণ হয়েছেন। রোমান্টিক হিরোর ইমেজ থেকে বেরিয়ে দর্শক এক নতুন শাহরুখ খানকে আবিষ্কার করতে পারবেন এই পাঠান (Pathaan) সিনেমায়। অন্যদিকে পাঠান নিয়ে সিদ্ধার্থের দাবি, ছবির কোনো ভাষা নেই। সীমা নেই। তাঁর কথায়, সিনেমা মানুষকে সংযুক্ত করে। যা ‘পাঠান’ করেছে ভাষা-দেশ নির্বিশেষে।
বক্স অফিসে একের পর এক নজির গড়ছে ‘পাঠান’ (Pathaan)। পরিচালক সিদ্ধার্থ আনন্দের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! মুক্তির তিন-দিনেই বাজিমাত। মাএ ৩ দিনে ৩০০ কোটি টাকা তুলে নিয়েছে ‘পাঠান’ (Pathaan)। যদিও ছবিটি মুক্তি পেয়েছিল কোনও ছুটির দিনে নয়, সপ্তাহের মাঝখানে। মিডিয়ার রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে, সিদ্ধার্থের মতে,”ইতিহাস গড়তে কে না চায়! কিন্তু ভেবেচিন্তে পরিকল্পনা করে কিছু হয় না। স্রেফ হয়ে যায়। আর যখন হয়, সেটি অসাধারণ এক অভিজ্ঞতা। আমি আনন্দে আত্মহারা এই মুহূর্তে। একইসঙ্গে অনুপ্রেরণা পেলাম, দর্শকদের মনের মতো আরও কিছু করতে চাই “। সিদ্ধার্থ আরও জানান, এমন সাফল্য মানুষকে আরও ক্ষুধার্ত করে তোলে। তবে সবকিছুই সম্ভব হয়েছে দলের সদস্যদের জন্য। তাঁদের আত্মত্যাগে। তাই এই জয়ের মুহূর্ত দলের সবার সাথে ভাগ করে নিতে চাইলেন পরিচালক।
আরও পড়ুনঃ Priyanka Chopra: গর্ভধারণ নয়! কেন সারোগেসি করে মা হলেন প্রিয়াঙ্কা?
শাহরুখ কে (Pathaan)?
হলিউড অভিনেত্রী রাচেল অ্যান মুলিনস (Rachel Ann Mullins) ‘পাঠান’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ সারলেন। আর প্রথম ছবিতেই তিনি কিনা কাজ করার সুযোগ পেলেন শাহরুখ খানের সঙ্গে। কিন্তু একি! তিনি জানালেন এই ছবিতে কাজ করার আগে পর্যন্ত নাকি তিনি জানতেন না শাহরুখ খান কে! রাচেল কে এর আগে হ্যাপি এন্ডিংস, দ্য লীগ ইত্যাদির মতো শো তে দেখা গিয়েছে। তিনি একাধিক হলিউড ছবিতেও কাজ করেছেন। পাঠান ছবিতে তাঁকে একজন রাশিয়ান চর হিসাবে দেখা যায়। তাঁর চরিত্রের নাম ছিল অ্যালিস। তবে আশ্চর্যের বিষয় হল শাহরুখ খানের বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,’আমি জানি অনেকেই হয়তো অবাক হবেন কিন্তু এই ছবিতে একসঙ্গে কাজ করার আগে পর্যন্ত আমি জানতাম না শাহরুখ খান কে! একজন সহকারী পরিচালক জানান যে, তিনি একজন বিশাল বড় অভিনেতা। আমাদের একসঙ্গে শ্যুট টা ভীষণ ভালো হয়েছিল। এবং সেইদিন জানতে পারি আমাদের দুজনের জন্মদিনও একইদিনে। এই ছবিটার জন্য অনেক ভালোবাসা পাচ্ছি।