নিজস্ব সংবাদদাতা রিন্টু পাঁজা,বীরভূম: গত কয়েক দিন ধরে এক বৃদ্ধা নিখোঁজ থাকার পর পরিত্যক্ত অবস্থায় খুবলে খাওয়া মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বীরভূমের জেলার অন্তর্গত পাইকর থানার কাশিম নগর এলাকায়। মৃত বৃদ্ধার নাম নাসিম আক্তার শেখ, বাড়ি কাশিমনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে নিজের বাড়ি থেকে বেড়িয়েছিলেন ওই বৃদ্ধা তারপরে আর বাড়ি ফেরেন নি। আজ অর্থাৎ বুধবার পাইকর থানার কাশিম নগর সংলগ্ন এলাকায় গ্রামের চাষীরা কাজে গিয়ে সর্ষের ক্ষেতের মধ্যে তার শরীরের কিছু অংশ খোবলে খাওয়া মৃতদেহ দেখতে পায়। এরপরই তারা গ্রামবাসীদের জানালে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি দেখে সনাক্ত করেন।
ঘটনার খবর পেয়ে পাইকর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে, এবং ময়নতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।