Outlinebangla Desk: করোনা মহামারীতে টালমাটাল পরিস্থিতি সর্বত্র। বিভিন্ন রাজ্যে লকডাউন জারি করা হয়েছে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ডালের দাম দুই সপ্তাহে প্রায় ১০ শতাংশ বেড়েছে। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে, ‘অত্যাবশ্যক পণ্য আইন’ প্রয়োগের মাধ্যমে রাজ্যগুলিকে ডাল মজুত রাখতে।
কেন্দ্রীয় সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ২২ টি প্রয়োজনীয় পণ্যের দাম পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। বিশেষত ডাল,শাকসবজি এবং দুধের দামের উপর নজর রাখতে বলা হয়েছে। যদি কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়তে দেখা যায় সেক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে কেন্দ্র সরকার তিন ধরনের ডাল আমদানির অনুমতি দিয়েছে। বাজারে যাতে ডালের ঘাটতি না ঘটে বা ডালের দাম বৃদ্ধি না হয় তাই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ডালের আমদানির ওপর নিষেধাজ্ঞা থাকবে না।