আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনা পরিস্থিতিতে অনেক কিছুই বদলে গেছে। এমন অনেক কিছুই ঘটেছে যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। এবার অস্কার জাঁকজমক দেখা যাবে রেলস্টেশনে। প্রথমবার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড এর আসর বসতে চলেছে রেলস্টেশনে। মহামারির মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
লন্ডন থেকে সোমবার অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী আমেরিকান সংগীতশিল্পী নিক জোনাস। তবে শুধু রেলস্টেশনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। অস্কার প্রধান ডেভিড রুবেন জানান, আগামী ২৫ শে এপ্রিল লস অ্যাঞ্জেলসের প্রধান রেলস্টেশন ইউনিয়ন স্টেশন এবং হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৩ তম অস্কার।
৯৩ তম অস্কারে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী সহ ২৩ টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।