Thursday, March 23, 2023

কলেজ ডিগ্রি ছাড়াই মিলবে চাকরি,জানালেন Tesla এবং SpaceX এর সিইও এলন মাস্ক

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দরকার নেই কলেজ ডিগ্রির।তাও মিলবে কাজের সুযোগ। এমনই অভিনব প্রস্তাব দিয়েছেন Tesla এবং SpaceX এর সিইও এলন মাস্ক। টেক্সাসে থাকতে রাজি হলেই Tesla-য় কাজ দিচ্ছেন এলন মাস্ক।

সম্প্রতি টুইটারে টুইট করে মানুষকে অস্টিনে যাওয়ার পরামর্শ দেন। তিনি জানান, অস্টিনের কাছে নির্মিত টেসলা উৎপাদনকারী কারখানায় কাজ করার জন্য, ২০২২ সাল নাগাদ ১০,০০০ এর বেশি লোক নিয়োগ করা হবে। এমনকি তিনি জানান এর জন্য কোনো কলেজের ডিগ্রির প্রয়োজন নেই।স্কুল পাশ করার পরেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও কলেজ পড়ুয়ারাও চাকরির জন্য আবেদন করতে পারবেন। এলনের মতে, কলেজে নতুন কিছু শেখানো হয় না।

তিনি চাকরির সাইটির অবস্থানও উল্লেখ করেন। বিমানবন্দর থেকে মাত্র পাঁচ মিনিট দূরে অবস্থিত এবং শহর থেকে ১৫ মিনিট কলোরাডো নদীর ডানদিকে। এলন এর আগেও ঘোষণা করেছিলেন তাঁর সংস্থার কথা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট