বীরভূমে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত বহু যাত্রী

নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বেসরকারি বাস। ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে প্রায় কুড়ি জন বাস যাত্রী। তাদের মধ্যে একজন শিশুর অবস্থা আশংকাজনক। আহতদেরকে চিকিৎসার জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পথ দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে বীরভূমের মল্লারপুর থানার তেলডা ব্রীজের কাছে। স্থানীয় সূত্রে, জানা গেছে বাসটি সিউড়ি হয়ে রামপুরহাট এর দিকে আসছিল সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মল্লারপুর ব্রিজে ঝুলতে থাকে।

আরও দেখুন- মধ্যবিত্তের মাথায় হাত, জুলাইয়ের শুরুতেই বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম

ওই অবস্থায় বাসটিকে দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে এবং উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনাস্থলে আসেন মল্লারপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়েই বেসরকারি বাসটি মল্লারপুর ব্রিজে ধাক্কা মেরে ঝুলে যায়।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস