আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আগামীকাল অর্থাৎ ৮ মার্চ থেকে বাংলাদেশের একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠ করবেন রূপান্তরকামী সংবাদ পাঠিকা তানসুভা আনন শিশির। আন্তর্জাতিক নারী দিবসে অন্যভাবে নারী সম্মান। এই প্রথম কোনো রূপান্তরকামী সংবাদ পাঠিকা সংবাদ পরিবেশন করবেন। সোশ্যাল মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অনেকেই তার প্রশংসা করছেন।
শারীরিক সীমাবদ্ধতা নিয়ে জন্মগ্রহণ করার পর নানা দিক থেকে লাঞ্ছনার শিকার হয় তানসুভা। কিন্তু সে হেরে না গিয়ে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে গেছে। তাই জন্য আজ তিনি সফলতা অর্জন করেছেন। জানা যাচ্ছে, তানসুভা মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। পরে অভিনয়ও করেন তিনি। তার আগে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধীন জেমস পি স্কুল অব পাবলিক হেলথে আরও একজন রূপান্তরকামী মহিলার সাথে কাজ করেন।
তানসুভা জানিয়েছেন, “আমাকে দেখে আমাদের অন্যান্য বোনেরাও উৎসাহিত হবেন। রূপান্তরকামী নারীদের নিয়ে মানুষের যে বদ্ধমূল ধারণা আছে সেটিরও পরিবর্তন হবে। একথা ভেবেই আমার ভালো লাগছে।”