করোনার জের, কৌশিকী অমাবস্যায় বন্ধ থাকছে তারাপীঠ মন্দির

নিজস্ব প্রতিবেদনঃ রিন্টু পাঁজা:বীরভূমঃ করোনা ভাইরাসের জেরে তিন মাস বন্ধ থাকার পর গত মাসে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে এবং প্রশাসনের নির্দেশ মেনে মন্দির খোলা হয়। ইতিমধ্যে তারাপীঠ মন্দির প্রাঙ্গণে বসানো হয়েছে অটোমেটিক সেনসর টানেল মেশিন। মন্দির খুললেও নেই পূর্বের মত ভক্তের সমাগম। তারাপীঠের সবচেয়ে বেশী ভক্ত সমাগম হয় ঘটে মা তারার আবির্ভাব তিথি অর্থাৎ ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায়। প্রত্যেক বছর প্রায় পাঁচ লক্ষ্যের বেশি ভক্তের সমাগম ঘটে এই তারাপীঠে।

যেহেতু কৌশিকী অমাবস্যা লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই তারাপীঠ মন্দিরে। তাই এই সমাগম ঘটার কারণে করোনা সংক্রমণ ছড়াতে পারে তাই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে কৌশিকী অমাবস্যায় অর্থাৎ মায়ের আবির্ভাব তিথি তে তারাপীঠে মা তারার গর্ভগৃহ বন্ধ থাকবে। এই কৌশিকী অমাবস্যা নিয়ে আজ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক শ্বেতা আগরওয়াল, জেলা শাসক মৌমিতা গোধারা বাসু, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিত বড়ুয়া।

আগষ্ট মাসের ১২ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত মন্দির পুনরায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

এছাড়া বীরভুম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যের কৃষিমন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়, তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি,তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জী ও সম্পাদক ধ্রুব চ্যাটার্জি। এদিনের মিটিং শেষে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখার্জী জানান” প্রশাসনের সাথে আলোচনা করার পরে সিধান্ত নেওয়া বলো কোন ভাবেই অন্য বারের মতো এবারে কৌশিকী অমাবস্যা পালন করা হবে না।

আগষ্ট মাসের ১২ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত মন্দির পুনরায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ভাদ্র মাসের অমাবস্যা ১৮থেকে ১৯ শে আগষ্ট থাকবে। সুতরাং মন্দির বন্ধ থাকলে কোন ভাবেই আগের মতো লক্ষ লক্ষ লোকের সমাগম হবে না, তবে নিয়ম মেনে মন্দিরে নিত্য পুজো বা কৌশিকী অমাবস্যা পালন হবে”।রাজ্যের কৃষিমন্ত্রী তথা তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায় জানান” এবছরে করোনার কারনে অন্য বছরের মতো কৌশিকী অমাবস্যা পালন করা সম্ভব নয় আগষ্টের ১২ তারিখ থেকে ২০ তারিখ পুনরায় মন্দির বন্ধ থাকবে, শুধু নিত্য পুজো হবে, এই কৌশিকী অমাবস্যায় সারা ভারতবর্ষ থেকে ভক্তরা আসেন তারাপীঠ মন্দিরে। কিন্তু করোনা সচেতনতার জন্য কাউকে প্রবেশ করতে দেওয়া সম্ভব নয়। এলাকার পঞ্চায়েত মন্দির কমিটি সহ পুলিশ প্রশাসন দেখবেন যেন কেউ বাইরের লোক প্রবেশ না করেন।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস