Homeসমসাময়িকব্যাঙ্কে যাবার আগে এই সতর্কতা গুলি অবলম্বন করুন

ব্যাঙ্কে যাবার আগে এই সতর্কতা গুলি অবলম্বন করুন

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক:টাকা-পয়সা নিয়ে রাস্তায় বেরলে যথেষ্ট সাবধান থাকতে হয়। দিনে দিনে অপরাধ বেড়ে যাচ্ছে। আর অপরাধীরা নতুন নতুন অপরাধের পথ অবলম্বন করছে। বিশেষ করে ব্যাঙ্কে টাকা জমা দিতে যাবার সময় বা টাকা তুলে বাড়ি আনার সময় যথেষ্ট সতর্ক থাকতে হয়। নয়তো খেসারত দিতে হয়।

সবাই যে ব্যাঙ্কে কাজে যায় তা নয়। একদল কাজে গেলেও অন্য একদল মানুষ আছে যারা অপরের উপর নজর রাখে। কে কত টাকা তুলছে সবদিকে তাদের নজর থাকে। এরাই হল ছিনতাইকারী। তারপর সুযোগ বুঝে সেই টাকা সাফাই করে দেওয়াই এদের মূল উদ্দেশ্য। তবে এরা একা থাকে না। এদের পেছনে একটা প্রতারক চক্র কাজ করে। তাই ব্যাঙ্কে টাকা জমা দেওয়া বা টাকা তোলার সময় এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ব্যাঙ্কে টাকা জমা দিতে যাবার সময় বা টাকা তোলার পর কোন অজানা, অচেনা ব্যক্তির সাথে কথা বলা উচিত নয়। এতে বিপদ বাড়তে পারে।
বাড়ি থেকে বেরনোর সময় যদি তার যথাযথ সামর্থ্য না থাকে তাহলে অবশ্যই তার সাথে কাউকে রাখা উচিত।
ক্যাশ কাউন্টার থেকে টাকা তোলার পর ভালো করে তা গুণে নেওয়া উচিত। কমবেশি হলে সঙ্গে সঙ্গে ক্যাশ কাউন্টারে বলতে হবে।

ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর এদিক ওদিক কোথাও ঘোরা উচিত নয়। সোজা বাড়ি চলে যাওয়া উচিত।
ব্যাঙ্কে ভিড় থাকলে চোখ-কান খোলা রাখতে হয়। কেউ নজর রাখছে কিনা সেদিকে দেখতে হয়। যদি কারুর উপর সন্দেহ হয় তাহলে তাকে এড়িয়ে চলা উচিত। যদি অন্য কোন সন্দেহ হয় তাহলে পুলিশের সাহায্য সাহায্য নেওয়া ভাল।
যে কোন সমস্যা এড়ানোর জন্য ৯৯৯ নম্বরে ফোন করে সহায়তা নেওয়া যেতে পারে।

এই মুহূর্তে