এক নজরে দেখে নিন কাদের নেওয়া যাবে না করোনা টীকা

আউটলাইন বাংলা ডেস্ক: ইতমদ্ধে করোনা টীকাকরন কর্মসূচী শুরু হয়েছে। প্রথমে স্বাস্থ্যকর্মী দের টীকা দেওয়া হচ্ছে। তারপর পাবেন সাধারন মানুষ। তবে সাধারন মানুষের মধ্যে টীকার প্রতি অনীহা তৈরি হয়েছে। অনেকেই টীকা নিতে চান না, আবার অনেকের কাছেই এই টীকা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেনি। তারমধ্যে আবার টীকা নেওয়ার পর অনেকের শরীরেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। আর এই পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকা প্রকাশ করেছে ভারত বায়োটেক।

এই অবস্থায় কাদের টীকা নেওয়া যাবে না সেই বিষয়ে তালিকায় বলা হয়েছে-
১। যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা এমন কোনো ওষুধ খাচ্ছেন, যার প্রভাব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর পড়ছে তাদের টীকা নেওয়া যাবে না।
২। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের কোভ্যাকসিন এড়িয়ে চলা উচিত।
৩। গর্ভবতী নারী, যারা শিশুদের স্তন্যপান করান তাদেরও এই প্রতিষেধক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

এছারাও, জ্বর হলে, রক্তপাতের সমস্যা থাকলে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার ওষুধ খেলে অথবা অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকলেও কোভ্যাকসিন নেওয়া নিরাপদ নাও হতে পারে বলে জানিয়েছে ভারত বায়োটেক। সুতরাং, টীকা নেওয়া সম্পূর্ণ নিরভর করছে আপনার শারীরিক অবস্থার উপর।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস