সুইজারল্যান্ডে নিষিদ্ধ হল বোরখা

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ইউরোপের একটি ছোট্ট সুইজারল্যান্ডে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করা হল। ভোট নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার হওয়া ভোটের ফলাফলের উপর ভিত্তি করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভোটের ফলাফলে দেখা গেছে ১৪ লক্ষ ২৬ হাজার ৯৯২ জনের মতে এই ধরনের পোশাক নিষিদ্ধ করা হোক। অন্যদিকে ১৩ লক্ষ ৫৯ হাজার ৬২১ জন এই নিষেধাজ্ঞা চান নি। শতাংশের হিসাবে ৫১.২১ শতাংশ মানুষ পক্ষে এবং ৫০.৮ শতাংশ মানুষ বিপক্ষে ভোট দিয়েছেন। এই মুখ ঢাকা পোশাকের ওপর নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে জঙ্গি হামলা বাড়তে থাকার জন্য এই পোশাকের বিরুদ্ধে সরব হয়েছে অনেক দেশ। তার মধ্যে আছে সুইজারল্যান্ড।

এই সিদ্ধান্তের জন্য বিরোধীরা মনে করেছেন এটি ‘অবাস্তব,অপ্রয়োজনীয় ও ইসলামোফোবিক বোরখা বিরোধী আইন। যদিও নির্দেশিকাতে বোরখা বা হিজাব এর কথা উল্লেখ নেই। নতুন আইন অনুযায়ী, দোকান কিংবা খোলা স্থানে মুখঢাকা পোশাক পরা না গেলেও কিছু ব্যতিক্রম আছে। যেমন ধর্মীয় স্থানে বা স্বাস্থ্য নিরাপত্তার কারণে এই ধরনের পোশাক পরা যেতে পারে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস