Outlinebangla Digital Desk: অন্য পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর, এমন সন্দেহে বছর পঞ্চান্নর স্ত্রীর যৌনাঙ্গ সূচ-সুতো দিয়ে সেলাই করে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলায়। ওই ব্যাক্তির সন্দেহ গ্রামের কারোর সহিত তাঁর স্ত্রী পরকীয়ার সম্পর্কে আবদ্ধ।
সূত্রের খবর ৬৪ বছরের ওই ব্যাক্তি ছিলেন অতন্ত্য সন্দেহবাতিক। প্রতিনিয়ত স্ত্রীর সাথে ঝামেলা ও সাথে সাথে মারধরও করতেন বলে জানা গিয়েছে। এবং সন্দেহ করতে স্ত্রী পরকীয়ায় যুক্ত। আর এই সন্দেহের জেরে শুরু হয় ঘটনার সুত্রপাত। অভিযোগ, বছর পঞ্চান্নর স্ত্রীকে প্রবল মারধর করেন ওই ব্যাক্তি। তারপরই রাগের বসে সূচ-সুতো নিয়ে এসে স্ত্রীর যৌনাঙ্গ সেলাই করে দেন।
এই ঘটনার পর ওই মহিলা থানায় পৌঁছে স্বামীর কু-কর্মের কথা জানান, এবং অভিযোগও দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেলাই খোলা হয়। জানা গিয়েছে মহিলার যৌনাঙ্গ খুবই আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে মহিলা আবেদন করেছেন তাঁর স্বামীকে যেন গুরুতর কোনও শাস্তি দেওয়া না হয়।