Friday, March 31, 2023

ফিল-আপ করতে হবে ফর্ম, কোভ্যাকসিন দেওয়ার পর নজরদারি সরকারের

আউটলাইন বাংলা ডেস্ক: মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে করোনা ও ভ্যাকসিন নিয়ে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়েছে ৷ যে সমস্ত ব্যক্তিদের ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকা দেওয়া হয়েছে তাদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে , একথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ। স্বাস্থ্য সচিব আরও জানিয়েছেন, টিকা নেওয়া ব্যক্তিদের এক সপ্তাহের জন্য ফর্ম ফিল আপ করতে হবে ৷

কোভ্যাকসিন ও কোভিশিল্ডের মধ্যে পার্থক্য কী তা বোঝার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ টিকা নেওয়ার পর একাধিক ব্যক্তির মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে ৷ এর জেরেই ভারত বায়োটেকের তরফে ফ্যাক্টসিট জারি করা হয়েছে ৷ এরপরই সরকারের তরফে টিকা নেওয়া ব্যক্তিদের উপর নজর রাখা হচ্ছে ৷ অন্যদিকে কোভিশিল্ড নেওয়া ব্যক্তিদের ৩০ মিনিট নজরে রাখা হবে ৷ সব ঠিক থাকলে তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে ৷

কোভ্যাকসিনের ক্ষেত্রে টিকাকরণের পর একটি ফর্ম দেওয়া হবে যা ৭ দিন পর্যন্ত আপনাকে ফিল-আপ করতে হবে।একজন ডাক্তার নিয়মিত সেগুলি পর্যবেক্ষণ করবেন। স্বাস্থ্য সচিবের কথা অনুযায়ী, এখনও পর্যন্ত যত জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তাঁদের মধ্যে কেবল ০.১৮ শতাংশের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে ৷ তাদের মধ্যে ০.০০২ শতাংশকে মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট