আউটলাইন বাংলা ডেস্ক: বহু পরিচিত অভিনেত্রী এবং মডেল পুনম পাণ্ডে (Poonam Pandey), যিনি তার সাহসী ছবি এবং ভিডিওর জন্য সবসময় আলোচনার শীর্ষে থাকেন। তবে এখন তার বিয়ে নিয়ে চর্চা চলছে সর্বত্র। কিছুদিন আগেই দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বেকে (Sam Bombay) কে বিয়ে করেন তিনি । বিয়ের পরে হানিমুনে যেতেও দেখা গিয়েছে তাদের।
তবে বিয়ের ২১ দিন পরে, খবর পাওয়া যায় পুনমের স্বামী গ্রেফতার হয়েছেন। এবং সেই অভিযোগ এনেছে স্বয়ং পুনম৷ তার স্বামী তাকে লাঞ্ছনা করছেন ও তাকে হত্যার হুমকিও দিয়েছেন৷ এমনই অভিযোগ করেছিলেন পুনম।
তবে কাণ্ড ঘটানোর পর রাতারাতি ভোল বদলে ফেলেন পুনম। বরের বিরুদ্ধে করা সব অভিযোগ তিনি তুলে নেন। এবং বলেন, বরকে ছাড়া তিনি বাঁচতে পারবেন না। এই ঘটনা সামনে আসার পর ফের একবার সকলের সমালোচনা কেন্দ্রে রয়েছেন পুনমের। নেটিজেন রা বলছে, তিনি খবরে থাকার জন্য যা খুশি করতে পারেন।
ইনস্টাগ্রামে স্যাম বোম্বের বুকে মাথা রেখে একটি ভিডিও পোস্ট করেছেন পুনম। সেখানে দেখা যাচ্ছে পুনমের গাল টিপে আদর করছেন তার স্বামী। এই ভিডিও শেয়ার করে ভালোবাসার কথা জানাতে চেয়েছেন পুনম। তবে এই ভিডিওটির সঙ্গে রয়েছে আরও কিছু ভিডিও। একটি হানিমুনের ভিডিও শেয়ার করেছেন পুনম। কালো পোশাকে বিছানায় শুয়ে বরের সঙ্গে কথা বলছেন তিনি।