Outlinebangla Desk: ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর একাধিক নেতা-মন্ত্রী দল ত্যাগ করেছেন। তবে এবার রাজ্যে গুরুত্বপূর্ণ উপনির্বাচনের আগে বড়সড় রদবদল হল রাজ্য বিজেপিতে। এবার বিজেপি বাংলায় দলের রাজ্য সভাপতি বদল করল। দিলীপ ঘোষের (Dilip Ghosh) পরিবর্তে বাংলায় রাজ্য বিজেপি সভাপতি পদে আনা হল সুকান্ত মজুমদার (Sukanata Majumdar)-কে।
অন্যদিকে দিলীপ ঘোষকে দলের জাতীয় সহ সভাপতি করা হল। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্য বিজেপি সভাপতি পদে বসছেন সুকান্ত মজুমদার। নয়া দায়িত্ব পেয়ে সুকান্ত মজুমদার বলছেন, “দিলীপদা যেভাবে দলের ভিত তৈরি করে দিয়ে গেছেন। দিলীপদার পরামর্শ কাজে লাগাব। বাংলায় বিজেপিকে আরও শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য।”
ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্যসভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি | pic.twitter.com/Sgl8em4U8J
— Dilip Ghosh (@DilipGhoshBJP) September 20, 2021
সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন শুভেন্দু অধিকারী, তিনি টুইট করে লিখেছেন, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার দুজনেই নিজেদের সেরাটা দিয়ে দলকে শক্তিশালী করবেন।
Heartiest congratulations to both Shri @DilipGhoshBJP for being appointed as National Vice President of @BJP4India & Shri @DrSukantaMajum1 for being appointed as President of @BJP4Bengal.
I wish them very best & believe that both would give their best to strengthen the Party.— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 20, 2021