নিজস্ব সংবাদদাতা, মুরারই: টিউশন থেকে বাড়ি ফেরার পথে এক ধর্ষিত নাবালিকা। অপমানে কীটনাশক খেয়ে আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিছে বীরভূম জেলার মুরারই থানার মুর্শেদ পাড়া গ্রামে। মৃত্যুর আগে বাড়ির লোকজন এবং গ্রামবাসীর কাছে স্পষ্টভাবে অভিযুক্তের নাম জানিয়ে যায় ওই ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মঘাতী ছাত্রী মুরারই এর মহুয়াপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশোনা করত। গতকাল রাত্রে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে গ্রামেরই এক যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ, লোকলজ্জা এবং সম্মানের ভয়ে বাড়ি ফিরে কাউকে না জানিয়ে কীটনাশক খাই ওই ছাত্রী।
প্রথমে তাকে মুরারই হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতির জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার ভোর পাঁচটায় মারা যায় সে। ঘটনায় জড়িত অভিযুক্ত গ্রামের যুবক উৎপল মালকে আটক করেছে মুরারই থানার পুলিশ। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার এবং গ্রামবাসীরা।