HomeবিবিধStay Strong India বার্তা দিয়ে, বুর্জ খলিফায় ফুটে উঠল তেরঙ্গার ছবি

Stay Strong India বার্তা দিয়ে, বুর্জ খলিফায় ফুটে উঠল তেরঙ্গার ছবি

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের অবস্থা ভয়াবহ। হাসপাতালে অক্সিজেন,বেড নেই। এইরকম পরিস্থিতিতে অনেক দেশই ভারতের পাশে দাঁড়িয়েছে। এবার ভারতের পাশে থাকার বার্তা দিল সংযুক্ত আরব আমিরশাহী।

রবিবার রাতে বিশ্বের বৃহত্তম বিল্ডিং বুর্জ খলিফায় লাইটের মাধ্যমে ফুটে উঠল ভারতীয় জাতীয় পতাকা।সেখানে হ্যাশট্যাগ সহযোগে বার্তা দেওয়া হয় #StayStrongIndia।এমনকি বুর্জ খলিফার তরফে টুইটারে টুইট করে বলা হয়, “ভারতের এখন খুব কঠিন সময়। আমাদের তরফ থেকে ভারত ও সেখানের বাসিন্দাদের জন্য প্রার্থনা ও শুভকামনা রইল।” শুধু বুর্জ খলিফা নয়। দেশের অন্যান্য সৌধ গুলিও ভারতের পতাকা প্রদর্শন করে পাশে থাকার বার্তা দেন।

প্রসঙ্গত, প্রতিমুহূর্তে ভারত করোনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত প্রায় সাড়ে তিন লক্ষ। একদিনে মৃত্যু হয়েছে ২,৬৭৬ জনের।

এই মুহূর্তে