Outlinebangla Digital: বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জগতের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি খুবই সক্রিয়। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি পোস্ট করে থাকেন। এবার নো মেকআপ লুকে ফটোশুটের ছবি শেয়ার করলেন তিনি।
সম্প্রতি তিনি পরনে শুধুমাত্র সাদা ফিনফিনে শার্ট পরে বোল্ড লুকে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সাদা-কালোর আবহে রানা বসুর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলির মধ্যে কোনটিতে রয়েছে অভিনেত্রীর ঠোঁটের মাঝে সিগারেট, কোনটিতে আবার অভিনেত্রী চেয়ারে বসে। ছবিগুলোর সাথে ক্যাপশনে লিখেছেন, “নো মেকআপ, নো লাইট, নো এডিটিং- কোনও কিছু ছাড়াই রাণা বসু ছবিগুলি ফ্রেমবন্দি করেছেন। আর কী ভালই না হয়েছে ছবিগুলি, আমি নিজেই মুগ্ধ হয়ে গিয়েছি।”
প্রসঙ্গত শ্রীলেখা মিত্র তাঁর অভিনয়ে সবার মন জয় করেছেন। প্রথম সারির সব নায়কদের সাথেই তাঁকে দেখা গেছে। তবে শুধু অভিনয় নয়, পাশাপাশি পরিচালনা ও চিত্রনাট্য লেখার কাজ করছেন। আপাতত অংশুমান প্রত্যুষের ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি।