Outlinebangla Desk: করোনার প্রকোপে ইউরোপের বিভিন্ন দেশ বিধ্বস্ত। তাই করোনার ভয়াবহতা রুখতে ছয় মাসের জন্য লকডাউন ঘোষণা করেছিল স্পেন সরকার। ছয় মাস কেটে গেছে। লকডাউন শেষ। স্বাভাবিক জীবন ফিরে পাবার আনন্দে শনিবার মধ্যরাত থেকে স্পেনে চলছে উৎসব। সেই খুশিতে মাদ্রিদ, বার্সেলোনার রাস্তা সেজে উঠেছে। এমনকি তরুণ-তরুণীরা ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে আবদ্ধ হয়ে আনন্দে মেতে উঠেছেন।
স্পেনে করোনা সংক্রমণ রুখতেই ঘোষণা করা হয়েছিল লকডাউন। চালু করা হয়েছিল কঠোর বিধি-নিষেধ। করোনা সংক্রমণ কিছুটা কমতেই সরকার লকডাউন তুলে নেয়। ফলে ঘরবন্দি মানুষ উচ্ছ্বাসে মেতে ওঠেন। সারারাত ধরে চলে পার্টি।
তবে এই উচ্ছ্বাস চিকিৎসকদের চিন্তা বাড়াচ্ছে। এইরকম লাগামহীন আনন্দ ফের না দুঃখের কারণ হয়। এখনও পর্যন্ত স্পেনে তিন লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন প্রায় ৭৯ হাজার মানুষ।