Friday, March 31, 2023

অনুব্রত মন্ডলের মুখের ভাষা নেরী কুকুরের লেজের মত, বিস্ফোরক মন্তব্য শোভন চট্টোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা, রিন্টু পাঁজা, বীরভূমঃ অনুব্রত মন্ডলের ভাষাকে কুকুরের লেজের সাথে তুলনা করলেন শোভন চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদির ডাকে আগামী ৭ ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিয়ে মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ রামপুরহাটের শ্রীফলা মোড় থেকে পাঁচমাথা হয়ে মহাজনপট্টি মোড়ে যায় রোড শোটি। হাজারো বিজেপি কর্মীসমর্থকদের পাশাপাশি উপস্থিত হন বিজেপি বীরভূম জেলাসভাপতি ধ্রব সাহা সহ প্রধান অতিথি কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধায় সহ বৌশাখি ব্যানার্জী।

সেখানে বক্তব্য রাখতে গিয়ে শোভন বাবু বলেন নবান্ন ছাড়ার অপেক্ষায় তৃনমূল। জনতার ঢল প্রমান করে দিচ্ছে আগামীতে বিজেপি সরকার আসছে। অন্যদিকে বীরভূমে ১১টি আসনই বিজেপি জয়লাভ করবে বলে আশাবাদী শোভন।

তিনি বলেন, অনুব্রত মন্ডলের মুখের ভাষা নেরী কুকুরের লেজের মত, সোজা বলতে গেলেও কথা কুকুরের লেজের মত বেঁকে যায়। এদিন রামপুরহাটের রোড শো এর শেষের পর বিকেলে বীরভূমের সাঁইথিয়াতেও পদযাত্রায় যোগ দান করেন তারা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট