আউটলাইন বাংলা স্পোর্টস ডেস্কঃ করোনা আবহের জেরে এ বছরের মত বাতিল হল এশিয়া কাপ। গতকাল অর্থাৎ বুধবার বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এমনটাই জানিয়ে দিলেন। আসন্ন সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা পরিস্থিতির জেরে কোনো ভাবেই সম্ভব না জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট।
সেপ্টেম্বরে এশিয়া কাপ পাকিস্তানে শুরু হওয়ার কথা থাকলেও, পাকিস্তানে খেলা নিয়ে ভারতে আপত্তি থাকায় এশিয়া কাপ আরব আমিরশাহীতে হওয়ার সম্ভাবনা ছিল। বুধবার মহারাজ তাঁর ৪৮ তম জন্মদিনে ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে জানিয়ে দিলেন এবছরের মত “সেপ্টেম্বরের এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে”
তবে এই সবের মাঝে আইপিএল (IPL) নিয়ে জল্পনা তুঙ্গে। ২০২০ আইপিএল (IPL)-এর আয়োজন শুরু করার চেষ্টা চালাচ্ছে। করোনা আবহের কারণে দেশের মাটিতে আইপিএল (IPL) না হলেও সংযুক্ত আরব আমিরশাহী ও নিউজিল্যান্ডে ২০২০ আইপিএল (IPL) আয়োজন হতে পারে বলে জানা গিয়েছে।