Sunday, March 26, 2023

বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় প্রচারে আসতে চান সোনিয়া গান্ধী

আউটলাইন বাংলা ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় পুরোদমে চলছে সভা ও প্রচার। বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই। সেই লড়াই থেকে বাদ নেই কংগ্রেসও। তাই শারীরিক অসুস্থতা থাকা সত্বেও পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে আসতে চান সোনিয়া গান্ধী। সোনিয়া গান্ধীর সাথে কি রাহুল গান্ধীও আসছেন বাংলায়? সেই খবর এখনও জানা নেই।

কংগ্রেস সূত্রে জানা গেছে,আগামী ১৯ ও ২০ মার্চ রাহুল গান্ধী আসামে ভোট প্রচারে যাবেন। তার ঠিক পরের দুদিন অর্থাৎ ২১ ও ২২ শে মার্চ প্রিয়াঙ্কা গান্ধী আবারও আসাম যাবেন প্রচারে। এর আগে ২৮ ফেব্রুয়ারী ব্রিগেডের বাম-কংগ্রেসের সভায় রাহুলকে বক্তা হিসেবে চেয়েছিলেন সমর্থকরা। কিন্তু সেই সভায় রাহুলকে দেখা যায়নি।

পশ্চিমবঙ্গে কংগ্রেস-বাম জোট বাঁধলেও কেরালায় কিন্তু কংগ্রেস বামেদের সরিয়ে ক্ষমতায় আসতে চাইছে। তার জন্য কেরালায় রাহুল গান্ধী সভা করছেন। সেখানকার মানুষদের নানা সুবিধা অসুবিধার কথাও তিনি জেনেছেন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট