Homeরঙ্গমঞ্চManike Mage Hithe: গানের কথা বুঝতে না পারলেও 'মানিকে মাগে হিঠের' সুরে...

Manike Mage Hithe: গানের কথা বুঝতে না পারলেও ‘মানিকে মাগে হিঠের’ সুরে মুগ্ধ বাংলা সহ গোটা ভারত, জানেন কি গায়িকা কে?

Outlinebangla Digital Desk: গানের ভাষা বুঝতে না পারলেও সবার মুখে মুখে একটা গান ‘মানিকের মাগে হিঠে’। বাংলা সহ গোটা ভারত জুড়ে এখন সবাই এই গানে মেতেছেন। তবে এই গান শুধু যে সাধারণ মানুষের মন জয় করেছে তাই নয়। স্বয়ং বলিউডের বিগ-বি গানটির প্রশংসা করেছেন।

সোশ্যাল মিডিয়া খুললেই গোলাপি চুলের একটি মেয়ের গান শোনা যাচ্ছে। গানটির ভাষা বোঝা না গেলেও গানটির সুরে মুগ্ধ নেটিজেনরা। ইতিমধ্যে গানের ভিডিও ১৩ মিলিয়নের বেশি মানুষ দেখে ফেলেছে। এমনকি বিগ-বি এর নাতনি নব্যা নভেলি নন্দা তাঁর কালিয়া ছবির ‘জাহান তেরি ইয়ে নজর হ্যায়’ গানের সঙ্গে ‘মানিকে মাগে হিঠে’ গানের একটি মেডলি বানিয়েছিলেন। সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিগ-বি নিজে। অনেকে আবার শুধু গান শুনেই সন্তুষ্ট নয়। গানের ভাষা বুঝতে ও শিল্পীর সম্পর্কে জানতে আগ্রহী।

জানা গেছে, এই জনপ্রিয় গানটির গায়িকা শ্রীলঙ্কার ইয়োহানি ডে’সিলভা।গানটিও শ্রীলঙ্কার গান। গানটি শ্রীলঙ্কার দুই শিল্পী সাথীসান রথনায়কে এবং ইয়োহানির ডুও। ইয়োহানি প্রথমে ইউটিউবার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। তারপর একাধিক কাজে তিনি শ্রোতাদের মন জিতেছেন। পেয়েছে অনেক পুরস্কার। তিনি শ্রীলঙ্কার rapper হিসেবেও পরিচিত। শ্রীলঙ্কার পর এবার ভারতেও ভাইরাল হল ইয়োহানি।

এই মুহূর্তে