আউটলাইন বাংলা ডেস্ক:দিনকয়েক আগে দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার পর ভারতীয় রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ট্রেনের ভেতর ধূমপান করা যাবে না। ধূমপান করলে শুধু জরিমানায় নয়, প্রাণহানির চেষ্টা ও সম্পত্তি নষ্ট এর অভিযোগে জেলও হতে পারে। শতাব্দী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা তদন্ত করে জানা গিয়েছিল, সিগারেট বা বিড়ির জ্বলন্ত আগুন থেকেই ট্রেনের কামড়ায় আগুন লাগে।
গত ১৩ ই মার্চ উত্তরখণ্ডের রাইওয়ালার কাছে আসতেই শতাব্দী এক্সপ্রেসের একটি বগিতে আগুন লেগে যায়। ধোঁয়া বেরোতে দেখে গাজিয়াবাদ স্টেশনে আসতেই গোটা ট্রেন থেকে সেই বগিকে আলাদা করা হয়। তদন্তে উঠে আসে, শৌচাগারের ডাস্টবিনে কেউ জ্বলন্ত সিগারেট বা বিড়ির টুকরো ফেলায় সেখান থেকেই আগুন লাগে।
এই ঘটনার পর রেলমন্ত্রী পীযূষ গোয়েল রেল বোর্ডের সদস্যদের সাথে বৈঠকে বসেন। সেখানে তিনি জানান ভবিষ্যতে কেউ যদি ট্রেনের ভেতর ধূমপান করেন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।