Outlinebangla: চলছে ভালোবাসার সপ্তাহ। আজ ১০ ই ফেব্রুয়ারী শুক্রবার টেডি ডে। ভালোবাসার সপ্তাহের চতুর্থ দিন। এককথায় আজকে প্রেমিকের কাছে ছোট্ট শিশু হয়ে যাওয়ার দিন। আজকাল উপহার হিসাবে টেডির জুড়ি মেলা ভার (Happy Teddy Day)। বাচ্ছাদের উপহার হিসাবে টেডি বিয়ার (Teddy Day Special) যেমন পছন্দের তেমনই প্রেমিক-প্রেমিকাকে এই উপহার দিলে আপনাদের সম্পর্কে উষ্ণতা বাড়বে। তবে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ভালোবাসার সপ্তাহের সাথে এই টেডি ডের কি সম্পর্ক? আপনার মাথাতেও যদি একই প্রশ্ন ঘুরতে থাকে তাহলে টেডি ডে (Teddy Day Special) পালন করার আগে জেনে নিন টেডি ডে কবে পালন করা হয়। টেডি বিয়ারের ইতিহাস কি (History of Teddy)।
টেডি বিয়ারের ইতিহাসঃ (History of Teddy)
তখনকার মার্কিনের রাষ্ট্রপতি ছিলেন থিওডোর রুজভেল্ট। ১৯০২ সালের নভেম্বর মাসে সহকারী হল্ট এর সাথে তিনি একটি জঙ্গলে শিকারে গিয়েছিলেন। লুসিয়ানা এবং মিশিসিপি নিয়ে তখন বিরাট ঝামেলাই জড়িয়ে পড়েছেন রাষ্ট্রপতি। অনেক খুঁজে তাঁর সঙ্গীরা তাঁকে খুশি করার জন্য একটি লুসিয়ানিয়া কালো ভাল্লুক ছানা নিয়ে এলেও সেই ছোট্ট ভাল্লুককে গুলি করতে মন সায় দেয়নি রুজভেল্টের। এই ঘটনার পরই তখনকার রাষ্ট্রপতিকে একটি খেলনা ভাল্লুক উপহার করা হয় এবং খেলনাটির নাম রাখা হয় টেডি বিয়ার।
আরও পড়ুনঃ Importance Of Waiting: সত্যিই কি সবুরে মেওয়া ফলে?
বিখ্যাত ওয়াসিংটোন ষ্টার কার্টু নিস্ট ছিলেন ক্লিফোর্ড বেরিমান তিনি এই পুরো গল্পটি তার ‘ড্রয়িং দ্যা লাইন ইন মিশিসিপি ‘কার্টুনে তুলে ধরেন। এখানে তিনি একটি ছবি আঁকেন সেই ছবি তে রাইফেল হাতে নিয়ে রুজভেল্ট কে দেখা যাচ্ছে এবং তার ঠিক পিছনেই ছোট্ট পুচকে এক ভাল্লুকের বাচ্ছা দাঁড়িয়ে রয়েছে। আর এই কার্টুন দেখে অনুপ্রাণিত হয়ে রুজভেল্ট এর কাছে অনুমতি নিয়ে এখনকার সবার প্রিয় টেডি বিয়ার বিক্রি শুরু করেছিলেন ব্রোকালিনের খেলনার দোকানের মালিক মরিস মিচম। তখনকার রাষ্ট্রপতির ডাক নাম ছিল টেডি যেহেতু রাষ্ট্রপতিকে উৎসর্গ করা হয় এই খেলনাটি তাই তাঁর ডাক নাম টেডি অনুসারেই এই টেডি বিয়ারের নায়করণ করা হয়।
আরও পড়ুনঃ Propose Day: ভয়কে পিছনে ফেলে প্রিয়জনকে মনের কথা জানাবেন যেভাবে
কোন রঙের টেডি বিয়ার এর কি মানে চলুন দেখে নেওয়া যাক:(Teddy Day Special)
লাল টেডি (Red Teddy):
লাল টেডি পারস্পরিক মনের সংযোগ বাড়াতে প্রয়োজনীয় একটি উপহার। এটি গভীর ভালোবাসা ও আবেগের চিহ্ন বহন করে।
নীল টেডি (Blue Teddy):
যদি আপনার প্রিয়জন আপনাকে নীল টেডি উপহার দেন তাহলে বুঝতে হবে আপনাদের ভালোবাসা খুবই শক্তিশালী এবং প্রতিজ্ঞাবদ্ধ কারণ নীল টেডি হলো প্রতিজ্ঞা ও শক্তির প্রতীক।
গোলাপি টেডি (Pink Teddy):
গোলাপি টেডি উপহার দিলেই বুঝে নিন আপনার প্রিয়জন আপনাকে চোখ বন্ধ করে ভালোবাসেন এ বিষয়ে কোনো সন্দেহই নেই। গোলাপি টেডি কে অনেকসময় ভালোবাসার সম্মতি চিহ্ন হিসাবেই ধরা হয়ে থাকে।
আরও পড়ুনঃ Valentine’s Day: ভালোবাসা দিবসে দেওয়া এই উপহার গুলি বলে দেবে সম্পর্কের গুরুত্ব
সবুজ টেডি (Green Teddy):
সবুজ টেডি সাধারণত ভালোবাসার মানুষটির জন্য অপেক্ষার ইঙ্গিত করে।তবে ভালোবাসার মানুষের সাথে গভীর সম্পর্ক বোঝাতেও সবুজ টেডির ব্যবহার দেখা যায়।
কমলা টেডি (Orange Teddy):
কমলা টেডি সম্মতির লক্ষণ এটি আমাদের আশা, আনন্দ এবং আলোর পথ দেখাতে সাহায্য করে অর্থাৎ কেউ কমলা টেডি উপহার দিলে আশা ধরে রাখবেন আশা সহজে ছাড়বেন না।
Happy Teddy Day
ভালবাসার সপ্তাহের এই বিশেষ দিনটি উপভোগ করুন আপনার প্রিয়মানুষটির সাথে তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে তাঁকে খুশি করতে আর দেরি না করে তাকে তার প্রিয় রঙের টেডি বিয়ার টি উপহার দিয়ে দিন।