আউটলাইন বাংলা ডেস্ক: এবার শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে বলিউডে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাকে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর। এ নিয়ে বিভিন্ন কথা বার্তা শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বন্ধু রোহন শ্রেষ্ঠার সঙ্গেই বিয়ের পিড়িতে বসবেন শ্রদ্ধা এমনটাও শোনা যাচ্ছে।
কিছু দিন আগেই বরুণ-নাতাশার বিয়ের পর তাদের শুভেচ্ছা জানান শ্রদ্ধা কাপুরের বিশেষ বন্ধু রোহন শ্রেষ্ঠা। রোহনের শুভেচ্ছা পেয়ে পালটা প্রশ্ন করেন বরুণ। শ্রদ্ধা ও রোহন এবার সাতপাকে বাঁধা পড়ার জন্য তৈরি কিনা, আর এই ঘটনার পরেই গুঞ্জন উঠেছে বিয়ে নিয়ে।
বেশ কয়েক বছর ধরেই শ্রদ্ধা কাপুরের সঙ্গে সেলিব্রিটি ফটোগ্রাফার রোহনের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।এ বিষয়ে শক্তি কাপুরকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তার মেয়ে নিজের পছন্দের কাউকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন। মেয়ের পছন্দে তাদের কোনও আপত্তি নেই।