বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা Shahrukh

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: বলিউডের হার্টথ্রব বলতেই বুঝি শাহরুখ খানকে। তিনি তাঁর দুর্দান্ত অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন। তাঁকে শেষ দেখা গেছে জিরো সিনেমাতে। এবার তিনি যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে তিন বছর পর আবার বড় পর্দায় ফিরছেন।

ফিল্ম সমালোচক উমায়ের সান্ধুর টুইট অনুসারে, ভারতে সর্বাধিক পারিশ্রমিক নেওয়া অভিনেতা আর কেউ নয়, বলিউড বাদশা শাহরুখ খান। জানা গেছে, পাঠান ছবির জন্য তিনি ১০০ কোটি টাকা নিয়েছেন। যার জন্য সালমান খান, আমির খানের মতো অভিনেতারাও পিছিয়ে গেছেন।

পাটান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এই ছবিতে শাহরুখ খানের সাথে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং সালমান খানকেও। অন্যদিকে খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। গত বছর নভেম্বরে সিনেমার শুটিং শুরু হয়। সব ঠিক থাকলে ২০২২ এর শুরুতে ছবি মুক্তি পাবে।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস