Wednesday, March 22, 2023

বালিগঞ্জের ১২৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শাহ, কথা বললেন স্বামীজির সঙ্গে

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আজ বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ। বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে ১২৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন। সেখানে তিনি স্বামীজির সাথে কথা বলেন, এবং বেশ কিছুক্ষন বক্তৃতা দেন বলেও জানা গিয়েছে।

অমিত শাহের হাত ধরেই আজ কাকদ্বীপ থেকে ‘পরিবর্তন যাত্রা’-র উদ্বোধন হবে। এছাড়াও রয়েছে দিনভর একাধিক কর্মসূচি। এবং অন্যদিকে পৈলানে জনসভা মমতা বন্দপাধ্যায়ের, এই সম্মেলনে থাকবেন অভিষেকও।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট