আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ রাতের অন্ধকারে বেআইনিভাবে সিংহের খেলা দেখানো হত পর্যটকদের। আর তার জন্য পর্যটকদের কাছ থেকে নেওয়া হত মোটা অঙ্কের টাকা। ভয়ঙ্কর খেলাটি দেখানো হত, গুজরাটের গিরের বাবারিয়া রেঞ্জে। এই ঘটনা এবার নৃশংস অপরাধ হিসাবে গন্য হল। অপরাধীদের তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
২০১৮ -র মে মাসে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে দেখা গিয়েছিল একটি সিংহকে, আর চারিদিক জুড়ে রয়েছে বহু দর্শক। এবং একটি মানুষ মুরগি হাতে নিয়ে সিংহটিকে উস্কাচ্ছিল। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই বণ্যপ্রাণী সংরক্ষণ আইন ১৯৭২ -অনুযায়ি একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।
এছাড়াও জানা গিয়েছে, যে জমি দখল করে এই অপরাধমূলক কাজ চালাচ্ছিল। সেই জমিও বাজেয়াপ্ত করা হয়েছে। বন্যকর্মীদের কথায় এই ধরণের বেয়াইনই কাজ খুবই ঘৃণ্য এবং ভয়ঙ্কর। বেআইনিভাবে এই খেলা দেখানোর জন্য সিংহের জীবনে গতিপথ ব্যহত হচ্ছে। শুধু তাই না যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।