Your Weekly Horoscope 2021 Rasifal: ভাগ্যচক্র, কেমন কাটবে ১২ রাশির ৭ দিন, দেখুন রাশিফল

Outlinebangla Desk: জ্যোতিষে ১২টি রাশি (rashifal, rasifol) মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। রাশিফল মানুষের ভবিষ্যতের আভাস দেয় (astrology) । ভবিষ্যৎ সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল হলে তার প্রতিকারও সম্ভব দ্রুত। তবে মানুষের কর্মই তার ভাগ্যকে নিয়ন্ত্রন করে। জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের উপত ভিত্তি করে আগাম একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে মাত্র (horoscope 2021) । তাহলে দেখে নিন রাশিচক্র অনুযায়ী আপনার সাপ্তাহিক রাশিফল।

মেষ রাশি (২১ মার্চ থেকে ২০ এপ্রিল):
সপ্তাহের শুরুতেই শিক্ষার্থীদের উন্নতির যোগ রয়েছে। জীবন জীবিকার তাগিদে বিদেশ যাত্রা হতে পারে। চাকুরী এবং ব্যবসায়ী দের কর্মস্থলে শনির প্রভাবে বাধা বিপত্তি আসতে পারে। পিতা ও পদস্থ কর্মকর্তা উভয়েরই সাহায্য আশা করা বৃথা। সপ্তাহের শেষার্ধে বড় ভাই-বোনের সাথে রহস্যজনক ঘটনা ঘটবে। বন্ধুর সাথে দূরত্ব বাড়তে পারে। আয় রোজগারের চেষ্টায় সরল পথের চেয়ে বক্র পথে ধনলাভের যোগ প্রবল। সপ্তাহের শেষ দিক ব্যয় বহুল, তাই মেপে খরচ করুন।

বৃষ রাশি (২১ এপ্রিল থেকে ২০ মে):
অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। কাজের ক্ষেত্রে আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। এই সপ্তাহে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা মধ্যে দিয়ে অনেকটা সময় অতিবাহিত হবে। আপনার বিশেষ কোনও প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করবেন। প্রেমে জট কেটে যাবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। ব্যয়ের দিকে একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে।

মিথুন রাশি (২১ মে থেকে ২০ জুন):
কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ক্ষেত্রে সঠিক কারো পরামর্শ গ্রহন করুন। অফিসের পরিবেশ ভাল থাকবে। সহকর্মী এবং উচ্চ কর্মকর্তাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার কঠিন কাজগুলি সহজেই সম্পন্ন হবে। বাড়ির পরিবেশের উন্নতির সম্ভবনা (rashifal, rasifol) । অর্থের অবস্থা ভাল থাকবে। তবে আপনি নিজের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি আপনার জন্য বেশ কাটবে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন।

২০২১ সালে (horoscope 2021) ঘটতে চলা আপনার পেশা, স্বাস্থ্য, শিক্ষা এবং পারিবারিক জীবন সম্পর্কিত তথ্য আপনি জানতে পারবেন আমাদের (rashifol, rasifal) সাপ্তাহিক রাশিফলে।

কর্কট রাশি (২১ জুন থেকে ২০ জুলাই):
সপ্তাহের শুরুতে শারীরিক ও মানসিক অবস্থা খুব একটা ভালো যাবে না। কাজের বড় বড় পরিকল্পনা থাকার পরেও আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে বাস্তবায়ন নাও হতে পারে। কর্মচারী কাজের লোক বা সহকর্মী কারো দ্বারাই উপকৃত হওয়ার আশা নেই। মধ্যভাগে সংসার জীবনে জীবন সাথীর অসুস্থতা বা দারিদ্র্যতা বড় বাধা হয়ে দাঁড়াবে। অংশীদারি কাজেও আসবে জটিলতা। মধ্যভাগে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে হতে হবে সতর্ক। চালান রক্ষা করতে পারবেন। ঋণ নিয়ে কোনো কাজই করাটা এসময়ে ভালো হবে না।

সিংহ রাশি (২১ জুলাই থেকে ২১ আগস্ট):
এই সপ্তাহে গুরুজনদের পরামর্শ মেনে চলাই ভালো। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত আছে। অতিরিক্ত কথার ফলে ঝামেলার সৃষ্টি হতে পারে, অজথা বেশি কথা বলবেন না। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। অভিযানে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি (২২ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর):
জমি জমা সংক্রান্ত বিরোধ বা আত্মীয়ের সঙ্গে বিরোধের বিষয়ে সতর্ক হতে হবে। কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। মধ্যভাগে সৃজনশীল কাজে শনির বাধা বিপত্তি আপনাকে ভোগাবে। সন্তানের বিষয়ে দেখা দেবে দুশ্চিন্তা। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগারের ক্ষেত্রে সময়টা অনুকূল নয় তবে আয় রোজগারের ক্ষেত্রে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য লাভের আশা রয়েছে। এই সপ্তাহটি নিজের কৃত ভুল শুধরে নতুন করে সবকিছু আরম্ভ করার সঠিক সময়। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর):
এই সপ্তাহে আর্থিক লাভের যোগ রয়েছে। কর্মজগতে আপনি জনপ্রিয়তা পাবেন। শরীরের কোন অংশে খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ হওয়ার সম্ভবনা। সপ্তাহের প্রথম দিকে প্রচুর পরিশ্রম হতে পারে। বাড়িতে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।

আরও পড়ুন-

ব্যর্থতা কাটিয়ে জীবনে সফল হতে চাইলে গীতার এই ৭ উপদেশ অবশ্যই জানা দরকার।
Bring back happiness peace and fortune: বাড়িতে মাত্র এই তিনটি গাছ লাগিয়েই ফেরান সুখ–শান্তি-অর্থভাগ্য!
আর্থিক কষ্ট থেকে মুক্তি দিতে পারে পান পাতা! সাফল্য পেতে এই টোটকা প্রয়োগ করুন।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর থেকে ২১ নভেম্বর):
অনেক ধরণের নেতিবাচক চিন্তা আপনার মনে আসতে পারে এবং তাতে আপনার স্ট্রেস বাড়বে। পজিটিভ থাকুন, আপনি অবশ্যই সাফল্য পাবেন (horoscope 2021) । অফিসে উর্ধ্বতন কর্মকর্তাদের আচরণ আপনার মন খারাপের কারন হতে পারে। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। বড় লাভের জন্য ছোট লাভ উপেক্ষা করার মতো ভুল করবেন না। ঘরের পরিবেশ শান্ত হবে। স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি আপনার জন্য বেশ কাটবে। আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর):
সাংসারিক জীবনে জীবন সাথীর পূর্ণ সাহায্য ও সমর্থন পাবেন। সপ্তাহের মধ্যভাগে আয় রোজগারের ক্ষেত্রে কিছু বাধা আসলেও ট্যাকনিক্যাল কাজে বাধা কমতে শুরু করবে। শ্যালক-শ্যালিকার সাথে হৃদ্যতা বৃদ্ধির সময়। শেষার্ধে বৈদেশিক ক্ষেত্র থেকে লাভবান হবেন। নিজের প্রচার প্রচারণা ও গণসংযোগ বৃদ্ধির সময়। ছোট ভাই বোনের সাফল্যে গর্বিত হবেন। ই-কর্মাসের অর্ডার থেকে লাভবান হতে পারেন। প্রতিবেশীর সাহায্য লাভের আশা। শেষ দিকে পারিবারিক সকল জটিলতা কেটে যাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি):
অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা রয়েছে। কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় আপনার মানসিক কষ্ট বাড়তে পারে। আগুন থেকে সাবধানে থাকুন। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে আপনার সম্মান বৃদ্ধি করবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। সঙ্গীতচর্চার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা নতুন রাস্তা খুজে পাবেন। নতুন কোনও কাজের খবর আসতে পারে।

প্রতিটি রাশি (zodiac sign) ভিন্ন এবং জীবনের বিভিন্ন দিকেগুলিকে নিয়ন্ত্রণ করে। কি রয়েছে সামনের সপ্তাহে (rashifol, rasifal) দেখুন।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি হতে ১৮ ফেব্রুয়ারি):
সপ্তাহের শুরুতেই বন্ধুর সাহায্য প্রয়োজন হবে। বকেয়া সকল টাকা পেয়ে যাবেন। প্রশাসনিক কোনো ব্যক্তির দ্বারা হয়রানির সম্মুখীন হতে পারেন। অনাকাঙ্ক্ষিত ব্যয় বৃদ্ধি পাবে। তবে কর্মস্থলে আপনার পদোন্নতি কেও আটকাতে পারবে না। শিক্ষা ও গবেষণামূলক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ আছে। শেষ দিকে সঞ্চয়ের চেষ্টা সফল হবে। ব্যবসা বাণিজ্যে চলতে থাকা জটিলতা কেটে যাবে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ):
সপ্তাহের শুরুতেই রোজগারের ক্ষেত্রে প্রভাবশালী লোকের সাহায্য পাবেন। গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধির যোগ আছে। পাওনা টাকা আদায় করা হবে কঠিন হবে। আর্থিকক্ষেত্রে বন্ধুর সাহায্য আশা করতে পারেন। সরকারী বিল পরিশোধে আর্থিক সংকটের আশঙ্কা। শেষ দিকে সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি ঘটবে। ব্যবসায়ীক ক্ষেত্রে কিছু সুফল আশা করতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির যোগ।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,918FansLike
42SubscribersSubscribe

না পড়লেই মিস