Friday, March 24, 2023

CMIE: দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কাজ হারিয়েছে ১ কোটি মানুষ

Outlinebangla Digital Desk: করোনা অতিমারীর কারণে দেশে বেড়েছে বেকারত্বের সংখ্যা। করোনার প্রথম ঢেউ সামলাতে না সামলাতেই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে ভারতে। পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন রাজ্য কার্ফু, লকডাউনের সিদ্ধান্ত নেয়। এর ফলে চাকরি হারিয়েছেন বহু মানুষ। একটি পরিসংখ্যান অনুযায়ী। দেশে প্রায় এক কোটি মানুষ কাজ হারিয়েছেন। এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গিয়েছে।

সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’-র প্রধান মহেশ ব্যাস দাবি করেছেন, গত বছর ভারতে মহামারীর দাপট শুরুর পর ৯৭ শতাংশ পরিবারের আয় কমেছে। এমনকি সিএমআইইয়ের পূর্বাভাস অনুযায়ী, মে’র শেষে বেকারত্বের হার ১২ শতাংশ হতে পারে, যায় এপ্রিলের শেষে ৮ শতাংশ ছিল। যা দেশের জন্য ভয়ানক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

গত বছর থেকে ভারত করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে। মহামারী রুখতে গতবছর সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়। যার ফলে বহু মানুষ কাজ হারান। গত বছর মে’তে ভারতে বেকারত্বের হার ২৩.৫ শতাংশ ছিল। লকডাউন উঠতে বেকারত্বের হার কিছুটা কমলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে তা বেড়ে যায়। মহেশ ব্যাস জানিয়েছেন, যাদের কাজ চলে গেছে তাদের নতুনভাবে কাজ পাওয়া খুবই কষ্টের।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট