Homeবিবিধএবার ৫ মিনিটেই জানা যাবে করোনা টেস্টের ফলাফল, বিস্তারিত জানুন

এবার ৫ মিনিটেই জানা যাবে করোনা টেস্টের ফলাফল, বিস্তারিত জানুন

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ এবার করোনা টেস্টের ফল খুব অল্প সময়েই জানা যাবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বিজ্ঞানী এক ব়্যাপিড ডায়াগনস্টিক টেস্টের আবিষ্কার করেছেন, যার সাহায্যে মাত্র ৫ মিনিটে জানা যাবে করোনা পরিক্ষার ফলাফল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই তথ্য ঘোষণা করা হয়েছে।

এই নতুন টেস্ট খুব সহজেই চিহ্নিত করতে পারবে করোনা ভাইরাস। এই টেস্ট ইনফ্লুয়েঞ্জার মতো রোগকেও চিহ্নিত করতে পারবে। জানা গিয়েছে এই টেস্ট প্রক্রিয়া সোয়াব টেস্টের মাধ্যমে সমস্ত ক্রিয়া সম্পন্ন করে। প্রথমত নমুনার ছবি সংগ্রহ করতে মাইক্রোস্কোপও ব্যবহৃত করা হয়। ওই ছবির মধ্যেই থাকে অসংখ্য ভাইরাস।

ওই নুমনাতে করোনার জীবাণু থাকলে মেশিনের সফটওয়্যার দ্রুত নিরীক্ষণ করতে পারবে বলে জানা গিয়েছে। বিজ্ঞানীরা মনে করছেন আগামী ৬ মাসের মধ্যেই এই অভিনব টেস্ট ডিভাইস বাজারে এসে যাবে।

এই মুহূর্তে