আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ অবশেষে ১১ মাস পর খুলল স্কুলের দরজা। আজ ১২ ফেব্রুয়ারি করোনা বিধি মেনে খুলল সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। তবে স্কুলের দরজা খুললেও আসতে পারবে কেবল মাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।
বছরের শুরুতেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, ফেব্রুয়ারির ১২ তারিখ স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছিলেন স্কুল খুললেও সমস্ত ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মানতে হবে করোনা বিধি। ব্যবহার করতে হবে মাস্ক ও স্যানিটাইজার। এই সংক্রান্ত গাইডলাইন রাজ্যের সমস্ত স্কুলগুলিকে পাঠিয়ে দিয়েছে শিক্ষা দফতর।
গত মার্চ মাস থেকে মহামারী করোনা সংক্রমনের জেরে নিরাপত্তার জন্য সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল গুলিকে বন্ধ রাখা হয়েছিল। এবং ছাত্রছাত্রীদের পড়াশুনার কথা ভেবে পড়াশুনা শুরু হয় অনলাইনে। তবে আনলক পর্বে স্কুল খোলা নিয়ে একাধিকবার বৈঠক বৈঠক চলে। শেষমেশ করোনা বিধি মেনে অবশেষে খুলল স্কুল। ছাত্রছাত্রীরা প্রত্যেকেই খুশি তাঁদের পুরানো ক্লাসরুম ফিরে পেয়ে।