আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ পরীক্ষার বেশি নম্বর দেওয়ার প্রলোভন দেখিয়ে এক সরকারি স্কুলের শিক্ষক ক্লাসের মধ্যে নানা অছিলায় ছাত্রীদের গায়ে হাত দেওয়া, এমনকি ছাত্রীদের তিনি বলতেন, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হলে, তবেই বেশি নম্বর পাওয়া যাবে। আর এই কথা না শুনলে পরিক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে তাঁদের। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের জয়পুরের নিমরানা সরকারি স্কুলে।
ওই শিক্ষক দীর্ঘদিন ধরে এক ছাত্রীর ওপর চাপ দিতে থাকেন, এরই মধ্যে স্কুল পরিদর্শনে আসেন এডুকেশন অফিসার, আর তখনই ওই শিক্ষকের কুকীর্তি ফাঁস করে দেন বেশ কয়েক জন ছাত্রী। এডুকেশন অফিসার সমস্ত ঘটনা শোনার পর প্রথমে পুলিসকে জানায়।
এই ঘটনা শোনার পর পুলিস ওই শিক্ষককে গ্রেফতার করেছে, ওই শিক্ষকের নাম দেব প্রকাশ যাদব, বয়স ৪৫। ওই শিক্ষক পলিটিক্যাল সায়েন্সের লেকচারার ছিলেন। জানা গিয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে Posco এবং Ipc-র একাধিক ধারায় মামলা করেছে পুলিস।