Outlinebangla Digital Desk: নারদা স্টিং অপারেশন কাণ্ডে সিবিআই সোমবার রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় সহ বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। তাই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রথমে তাঁদের নিজাম প্যালেস নিয়ে যাওয়া হয়। পরে গভীর রাতে প্রেসিডেন্সি জেলে যেতে হয় তাঁদের। প্রথমে নিম্ন আদালত জামিন দিলেও, সেই জামিনে হাইকোর্ট স্থগিতাদেশ দেয়। ফলে বাধ্য হয়ে চার নেতাকে জেলে যেতে হয়। বুধবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় হাইকোর্ট।
অন্যদিকে, চার হেভিওয়েটের গ্রেফতারে সারা রাজ্য জুড়ে অশান্তি, বিক্ষোভ চলছে। যার ফলে সিবিআই নারদা মামলা অন্যত্র নিয়ে যাওয়ার আবেদন জানায় হাইকোর্টে। বুধবার অর্থাৎ আজ নারদা মামলায় অভিযুক্ত চার নেতার জামিন স্থগিত এবং মামলা অন্যত্র নিয়ে যাওয়ার বিষয়ে শুনানি রয়েছে। এদিন অভিযুক্তরা নিজেদের বক্তব্য পেশ করবে। আপাতত মামলাটি শুনছেন ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দাল।