Thursday, March 23, 2023

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের ফাইনাল পরীক্ষা হবেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এবারের ফাইনাল পরীক্ষা না নিয়ে ছাত্র ছাত্রীদের উত্তীর্ণ করা যাবে না। সুতরাং পরিক্ষা বাতিলের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের (UGC) নির্দেশ দিয়েছিল যে আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরিক্ষা শেষ করার জন্য।

এই বিষয়ে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। এবং আবেদনের ভিত্তিতে রায় দিল শীর্ষ আদালত। পরীক্ষা হবে বলে জানিয়েছে বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এমআর শাহের বেঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরীক্ষা হবে,

তবে সময়সীমা পরিবর্তিত করার জন্য অবশ্যই ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের (UGC) কাছে সংশ্লিষ্ট রাজ্যকে আবেদন করতে হবে। ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছেন, অতীতের ফলাফলের ভিত্তিতে কোনও ছাত্রছাত্রিকে উত্তীর্ণ ঘোষণা করা যাবে না।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট