Outlinebangla: কথাতেই আছে শাড়ি (Saree) ছাড়া নারী বেমানান! শাড়ি (Saree) ভালবাসে না এমন নাড়ির সংখ্যা খুবই কম। ঘরে কিংবা অফিস কমবেশি সকলেই শাড়ি পরে থাকেন (Saree fashion)। শাড়ি শুধু পরতে ভালবাসলেই হবে না! প্রিয় শাড়িটিকে যত্ন করে রাখতে হবে (Saree Care Tips)। কিন্তু অনেকেই শাড়ি ধোয়া নিয়ে দুশ্চিন্তা করে থাকেন। মনে করেন শাড়ি ধুয়ে দিলে নষ্ট হয়ে যাবে না তো? তাই দুশ্চিন্তা ছেড়ে বছরের পর বছর শাড়ি নতুনের মতো রাখতে এই কয়েকটি নিয়মে ধুবেন নতুন শাড়ি (Saree)। আজ তারই টিপস নিয়ে এসেছে Outlinebangla media আপনাদের জন্য!

যেভাবে শাড়ি ধুবেনঃ (Best Tips To Take Care Of Sarees)
বাড়িতে অনেক ধরনের শাড়ির কালেকশন থাকে। তবে বাড়িতে থাকা কালীন রাফ ইউজের শাড়ি ব্যবহার করে থাকি। এই রাফ ইউজের শাড়ি মূলত সুতির শাড়িই হয়ে থাকে। আমাদের কালেকশনে থাকে, জর্জেট, হাফসিল্ক, নেট, ভেলভেট, জামদানি, সিল্ক এমন নানান জাতের শাড়ি। এই ধরনের শাড়ি কীভাবে ধুবেন জেনে নিন।
আরও পড়ুনঃ Fall in love with a friend: বন্ধু বা বান্ধবীর প্রেমে পড়লে যা করবেন
সুতি শাড়িঃ (Cotton Sarees)
এই ধরনের শাড়ি গুলি বাড়িতেই কাচতে পারেন। সুতির শাড়িতে স্টার্চ বা মাড় দিতে হয়, তবে বারং বার মাড় দেওয়ার কারণে সুতি শাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকে। কাচার পড় হালকা রোদে শুকিয়ে ইস্ত্রি করে নিলেই একদম রেডি হয়ে যাবে আপনার শাড়ি।
শিফন শাড়িঃ (Chiffon and Georgette)
আমরা সকলেই নাজুক শাড়ি বলতে শিফন শাড়ি বোঝায়। এই ধরনের শাড়ি গুলিতে রোলার আয়রন ব্যবহার করবেন না, এতে শিফনের ভাঁজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শিফন শাড়ি ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিন। চিপে ধরে রোল করে জল ঝরাবেন না। শাড়ি শুখিয়ে নেওয়ার পর অবশ্যই নিমপাতা বা কালো জিরা দিয়ে রাখুন।

সিল্ক শাড়িঃ (Silk Sarees)
এই ধরনের শাড়ি বাড়িতেই পরিষ্কার করতে পারেন। জলের সঙ্গে শ্যাম্পু মিশিয়ে সিল্কের শাড়ি ধুয়ে নিন। বেশি সময় জলে রাখবেন না।
আরও পড়ুনঃ Marriage: বিয়ের পিঁড়িতে বসার আগে যে প্রশ্ন গুলির উত্তর জানা জরুরী..
বেনারসি আর জামদানিঃ (Banarasi Sarees &jamdani)
মনে রাখবেন জামদানি শাড়ি বিশেষ পদ্ধতিতে ওয়াশ করতে হয়। সাধারণ ড্রাই ক্লিনিং এ শাড়িতে ভাজ পরে যেতে পারে। তাই নিজের পছন্দের শাড়ির সৌন্দর্য বজায় রাখতে বাড়িতে পরিষ্কার করা থেকে বিরত থাকুন।

প্রি-স্টিচড হাফ শাড়ি ও লেহেঙ্গা শাড়িঃ (Lehenga)
এই শাড়ি ড্রাই ক্লিনিং প্রয়োজন কারণ মেশিনে কাচলে সুতো ছিঁড়ে যেতে পারে। এই ধরনের শাড়ি একদম ঝুলিয়ে রাখবেন না। যত্ন করে ভাঁজ করে একটা নির্দিষ্ট জায়গায় তুলে রাখুন।
আরও পড়ুনঃ Edible Saree: পরাও যাবে, ইচ্ছো হলে খেয়েও ফেলা যাবে, অভিনব শাড়ি দেখে চোখ কপালে উঠেছে গোটা বিশ্বের
Saree Care Tips
টিস্যু শাড়িঃ (Net, Organza and Tissue sarees)
এই শাড়ির সুতো খুব দ্রুত ছিঁড়ে যায়। তাই সাবধানে ক্লিন করবেন। এই ধরনের শাড়ি একদম ঝুলিয়ে রাখবেন না। মেশিনে এই শাড়ি কখনওই কাচবেন না।
স্যাটিন শাড়িঃ (Satin Sarees)
এই শাড়িতে গুলিতে জল দিলে স্যাটিনের বুনট আলগা করে দেয়। কারন স্যাটিনের শাড়ি জল সহ্য করতে পারেনা। তাই স্যাটিন শাড়ি ড্রাই ক্লিন করাবেন।
যে সব বিষয় জানা জরুরীঃ (Most Important Things)
১) ভেজা হাত শাড়িতে মুছবেন না।
২) শাড়িতে কোনো জায়গায় দাগ লাগলে ওই জায়গায় পাওডার দিয়ে দেবেন।
৩) যে জায়গায় শাড়ি রাখবেন সেখানে ন্যাপথলিনের বা নিম পাতা রাখুন।
৪) পারফিউম কখনো শাড়িতে স্প্রে করবেন না।
৫) ডিটারজেন্ট দেওয়ার আগে শাড়ি ঠাণ্ডা জলে অবশ্যই ধোবেন।