Friday, March 31, 2023

রণবীর সিংয়ের পর রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধতে পারেন সারা!

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: বলিউডের নতুন জুটি রণবীর-সারা আলি খান (sara ali khan)। আগেই রণবীর সিংয়ের সঙ্গে জুটি বেঁধে ফেলেছেন সারা আলী খান। এবার গুঞ্জন রটেছে, বলিউডের রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করতে ছলেছেন তিনি।

ছবির পরিচালক সন্দীপ রেড্ডি। তিনি ‘অর্জুন রেড্ডি’ এবং ‘করীর সিং’ খ্যাতনামা পরিচালক। ফিল্মফেয়ার সুত্রে খবর, ছবির জন্য অডিশন দিয়েছেন সারা আলি খান। পরিচালকের সঙ্গেও দেখা করেছেন। তবে পরিচালকের পক্ষ থেকে কন সংবাদ এখনো পাওয়া যায়নি।

তবে ছবিটিতে কাজ করা নিয়র সম্মতি দিয়েছেন রণবীর কাপুর, এরকমটাই জানা যাচ্ছে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট