আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ গতকাল তীব্র শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভরতি হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। তাঁর শারীরিক সমস্যার জন্য গতকাল করোনা পরিক্ষা করা হয়, কিন্তু পরিক্ষার রিপোর্টে নেগেটিভ আসে। এ কারনে অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt) কে নন কোভিড আইসিইউ ওয়ার্ডেই রাখা হয়েছিল।
অভিনেতার অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই তাঁর ভক্ত সহ অনুরাগীরা আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে। তবে আজ রবিবার সকালে জানা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অভিনেতা সুস্থ রয়েছেন, তেমন কোনো জটিল সমস্যা নেই। আরও জানান কয়েকটি টেস্ট করা বাকি রয়েছে। এবং সেগুলি সম্পন্ন হলেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
অভিনেতা সঞ্জয় দত্তের (Sanjay Dutt) পাশে রয়েছে তাঁর দুই বোন। তাঁর স্ত্রী ও দুই সন্তান মার্চ মাস থেকে লকডাউনের জেরে দুবাইয়ে আটকে রয়েছেন। জানা গিয়েছে সঞ্জয় দত্তের শারীরিক অবস্থার খবর পেয়ে ক্রমাগত ফোন করে খবর নিয়েছেন।