আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের আশ্চর্যজনক ছবি থেকে ভিডিও দেখে থাকি। তবে আমরা ইউটিউব ওপেন করলেই দেখতে পাই কোকা কোলার সঙ্গে বেকিং সোডা আর মেন্টোস মিশিয়ে বিভিন্ন বিস্ফোরণ। এছাড়াও কোকা কোলার সঙ্গে নানান ক্রিয়া কলাপ। এই স্বল্প মিনিটের ভিডিও গুলিতেই অসংখ্য লাইক, কমেন্ট ও শেয়ার হয়। সম্প্রতি রাশিয়ান ইউটিউবার, কোকা কোলার সহযোগে একটি আগ্নেয়গিরির ন্যায় বিস্ফোরণ তৈরি করলেন।
যেখানে কোকা কোলার পরিমান ছিল ১০ হাজার লিটার। এই কোকা কোলা বিস্ফোরণের ভিডিওটি ইউটিউবে পোস্ট হতেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবং ইতিমধ্যেই এই ভিডিওটি ৭০ লক্ষ বার দেখে ফেলেছেন নেটিজেনরা। সাথে সাথে ১ লক্ষ ২০ হাজার কমেন্ট এসেছে। জানা গিয়েছে মেমিক্স নামে খ্যাত মোনাখোভ ও তাঁর দল এই ভয়ানক ভিডিওটি তৈরি করতে প্রায় ৭ লক্ষ টাকা খরচ করেছেন।
ওই রাশিয়ান ইউটিউবার ২০ মিনিটের ওই ভিডিওটিতে আগ্নেয়গিরির ন্যায় বিস্ফোরণ দৃশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে ধরেছেন। কোকা কোলার এই বিস্ফোরণের অবাক করা দৃশ্য দেখে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন।
দেখে নিন ভিডিওটিঃ