Rose Day: শুধুই কি লাল? কোন রঙের গোলাপ কাকে দেবেন জানেন তো

Outlinebangla: রোজ ডে (Rose Day) নিয়ে আমরা প্রত্যেকেই কমবেশি জানি। ভালোবাসার প্রতিক হল রোজ বা গোলাপ। ভালোবাসার মতো কঠিন বিষয়কে সহজ সরল ভাবে বোঝাতে পারে এই গোলাপ। নিজের ভালোবাসার মানুষকে টকটকে লাল গোলাপ দেওয়ার দিন রোজ ডে (Rose Day), কিন্তু শুধু ভালোবাসা নয় আমরা চাইলে বন্ধুদেরও গোলাপ দিতে পারি তবে সে ক্ষেত্রে বদলে যাবে গোলাপের রং সবাইকে কি আর লাল রঙের গোলাপ দেওয়া যায়? তাহলে কাকে কি রংয়ের গোলাপ দেব? আমরা অনেকেই জানিনা কাকে কোন গোলাপ দিতে হয় অর্থাৎ কোন রঙের গোলাপ কিসের প্রতীক? চলুন আজকে জেনে নি কোন রঙের গোলাপ কিসের প্রতীক!

Rose Day Red

লাল গোলাপ (Red Rose):

উজ্জ্বল রুপি লাল গোলাপ প্রেমের প্রকৃত চিহ্ন। এটি সাধারণত আবেগ আকাঙ্ক্ষা এবং রোমান্সের প্রতীক। লাল গোলাপের প্রতিটি পাপড়িতে কিছু আলাদা গল্প রয়েছে। বলা হয়, লাল রং যত গভীর হবে অনুরাগের মাত্রা তত বেশি হবে(Rose Day)। নতুন নতুন প্রেম হোক বা প্রথম দেখাতেই কাউকে ভালোবেসে ফেলা যাকে আমরা লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে জানি, যে কোন ক্ষেত্রে একটি লাল গোলাপ সঙ্গী কে উপহার দেওয়া নিজের হৃদয় দেওয়ার প্রতীক।
আরও পড়ুন- Fall in love with a friend: বন্ধু বা বান্ধবীর প্রেমে পড়লে যা করবেন

Rose Day Yellow

হলুদ গোলাপ (Yellow Rose):

আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় এবং মূল্যবান সম্পর্ক হল বন্ধুত্বের সম্পর্ক। আর এই বন্ধুত্বের সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ আপনি আপনার প্রিয় বন্ধুকে উপহার দিতে পারেন একটি হলুদ গোলাপ। এছাড়া, হলুদ গোলাপকে আমরা আনন্দ সুস্বাস্থ্য এবং উৎসাহের চিহ্ন বলে থাকি।

Rose Day Pink

গোলাপি গোলাপ (Pink Rose):

এই রংয়ের গোলাপ একদিকে যেমন আপনার মনের ভাষা প্রকাশ করবে, অন্যদিকে আপনার বন্ধুত্ব কৃতজ্ঞতার প্রতীক হিসেবেও গোলাপি গোলাপের কথা না বললেই নয় (Rose Day),আপনি আপনার খুব কাছের বন্ধুকে ভালোবাসা কৃতজ্ঞতা জানাতে উপহার দিতে পারেন একটি গোলাপি গোলাপ।
আরও পড়ুন- When you fall in love: প্রেমে পড়লে আপনার মস্তিষ্কে যা ঘটে জানলে অবাক হবেন

Rose Day White

সাদা গোলাপ (White Rose):

আমরা শোক জ্ঞাপন এর ক্ষেত্রে সাধারণত সাদা পোশাক,সাদা ফুল এসবের ব্যবহার দেখতে পায়। তাহলে কি সাদা গোলাপও শোকজ্ঞাপনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি? হ্যাঁ,আমরা প্রত্যেকেই দেখেছি হয়তো কোন সমাধির ওপর,মৃতদেহের উপর সাদা গোলাপ রাখতে, তবে সাদাগুলো রাখার মানে শুধুই শোক জ্ঞাপন নয় এটির অর্থ কাউকে মিস করা। তাই আপনি যদি কাউকে মিস করেন,এবং সেটা বলতে পারছেন না? দেরি না করে পাঠিয়ে দিন সাদা গোলাপ।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস