Friday, March 31, 2023

দীপিকাকে নিয়ে রোমান্টিক রণবীর, মুহূর্তে ভাইরাল ভিডিও

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম সেরা জুটি গুলির মধ্যে একটি হল রণবীর-দীপিকা জুটি। ২০১৮ সালে এই তারকা জুটি সাত পাকে বাঁধা পড়েন। তাঁরা প্রায়শই তাঁদের নানা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। সম্প্রতি দীপিকা তাঁদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

ভিডিওতে নীল জাম্প শ্যুটে দীপিকা ও গোলাপি রঙের জাম্প শ্যুটে রণবীরকে রোমান্টিক মুডে দেখা যায়। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে তার সাথে দীপিকা লিখেছেন,‘রণবীরকে ছাড়া রিং-আ-রিং-আ রোজ করা উচিৎ?’ সেই পোস্টের কমেন্টে রণবীর লেখেন,‘অবশ্যই, আমরা সবটাই করতে পারি’।

পদ্মাবতী ছবিতে শেষবারের মতো দেখা গেছে এই তারকা জুটিকে। আবার দেখা যাবে কাবির খানের ‘৮৩’ ছবিতে। এই নিয়ে এটি তাদের চার নম্বর ছবি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং এবং তার স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। করোনা পরিস্থিতির জন্য ছবির মুক্তির দিন পিছিয়ে গেছে। শেষে ৪ জুন মুক্তি পাচ্ছে এই ছবি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট