Homeরঙ্গমঞ্চRJ, Anchor Mir Afsar Ali trolled: গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের মুখে...

RJ, Anchor Mir Afsar Ali trolled: গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের মুখে মীর

Outlinebangla Desk:’ধর্ম যার যার, উৎসব সবার।’ আর সেই কারণে দুর্গাপুজো থেকে শুরু করে ক্রিসমাস হোক বা ইদ, সকলকে শুভেচ্ছা বার্তা জানাতে ভোলেন না সঞ্চালক, গায়ক, অভিনেতা মীর আফসার আলি। শুক্রবার অর্থাৎ আজ গণেশ চতুর্থী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান। এরপরেই শুরু হয় তাঁকে নিয়ে ট্রোল।

সোশ্যাল মিডিয়ায় গণেশের ছবি পোস্ট করে তিনি লেখেন, “শুভ হোক সুস্থ থাকুন। গণপতি বাপ্পা মোরিয়া।” এই ছবি পোস্ট করা মাত্রই শুরু হয় তাঁকে নিয়ে কটাক্ষ। ইসলাম ধর্মাবলম্বী হয়েও কীভাবে হিন্দুদের উৎসব গণেশ চতুর্থীতে শুভেচ্ছা জানাচ্ছেন তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে থাকে। এক নেটিজেন লিখেছেন, ‘মীর ভাই নিজে মুসলিম হয়ে কীভাবে মূর্তি পুজোকে সমর্থন করলে তুমি।’ আবার কেউ লিখেছেন, ‘তুমি কেমন মুসলমান মীর ভাই?’

যদিও এই ব্যাপারে এখনও কিছুই বলেননি মীর। এমনকি পাল্টা মন্তব্যও করেননি। এর আগেও দুর্গাপুজো নিয়ে পোস্ট করে ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছিল মীরকে। এইসব ব্যাপারে তিনি পরোয়া করেন না। বরং সমস্ত পার্বণে তিনি শুভেচ্ছা জানান। তবে তাঁর অনুগামীরা তাঁর সমর্থনে জবাব দিয়েছেন। কেউ লিখেছেন, ‘ক্যারি অন মীর দা’, কেউবা লিখেছেন ‘মানবতার সেরা ধর্ম মীর দা সেটা পালন করে।’

এই মুহূর্তে