আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: করোনার পরিস্থিতি থেকে স্বাভাবিকের পথে ফিরছে দেশ। অনেকেই ইতিমধ্যেই করোনার টিকা পেয়েছেন। জোরকদমে চলছে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণও। তবে তার মধ্যেই গত কয়েকদিন ধরে দেশে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার করনা ভাইরাসে আক্রান্ত ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta)।
করনা ভাইরাসের হদিশ মিলেছে অভিনেত্রীর শরীরে। টুইটারে নিজেই সে কথা জানিয়েছেন তিনি। সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের একটি ছবি পোস্ট করে করোনা পজেটিভ হওয়ার খবর দেন তিনি। লেখেন, “আমি কোভিড-১৯-এ (COVID-19) আক্রান্ত। তবে সকলকে জানাতে চাই আমি ঠিক আছি। তেমন কোনও অসুবিধা হচ্ছে না। শরীরে করোনার কোনও উপসর্গও নেই। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে ও কোভিড প্রোটোকল মেনেই চলছি।“
I have tested positive for COVID-19 but I want to inform you all that I am feeling fine. I am asymptomatic and following all the required protocols and precautions advised by my doctor and authorities. I am currently in Singapore and have quarantined myself at recovery centre. pic.twitter.com/um33xq4nwb
— Rituparna Sengupta (@RituparnaSpeaks) March 15, 2021
সিঙ্গাপুরে থেকে তিনি আরও জানান “এখানেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি, প্রত্যেককে শান্ত ও সুরক্ষিত থাকার অনুরোধ জানাচ্ছি।” যদিও তিনি কোথা থেকে সংক্রমিত হয়েছেন, তা এখনো পরিষ্কার নয়। এই মাসের প্রথমদিকে তিনি কলকাতাতেই ছিলেন।