Friday, March 31, 2023

ছিঁড়বে না, জলে ভিজলেও নষ্ট হবে না! নতুন ১০০ টাকার নোট আনছে RBI

Outlinebangla Digital Desk: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবার বাজারে আসতে চলেছে নতুন ১০০ টাকার নোট (New Rs 100 note)। বর্তমান নোটের তুলনায় এই নতুন নোটে অনেক বেশি মজবুত, এছাড়াও থাকছে একাধিক সুবিধা। জানা গিয়েছে আসন্ন ১০০ টাকার নতুন নোট সহজে ছিঁড়বে না, কাটবে না কিংবা জলে ভিজলেও নষ্ট হবে না। নোটটি দেখতে হবে বর্তমান নোটের মতই।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর পক্ষ থকে একটি রিপোর্টে জানানো হয়েছে, ১ কোটি নতুন ১০০ টাকার নোট ছাপা হতে চলেছে। প্রথমে কিছুদিন এই নোট বাজারে ট্রায়াল হবে। এবং ট্রায়াল সফল হলেই বাজারে এসে যাবে নতুন ১০০ টাকার নোট। এই নোটের বিশেষত্ব কী? জানা গিয়েছে নতুন নোটে ভার্নিসের আস্তরণ থাকবে। যার ফলে নোট আরও মজবুত হবে, সহজে ছিঁড়বে না ও জলে ভিজলেও নষ্ট হবে না। এবং নোটটি দেখতে অনেকে বেশি সুন্দর হবে।

যার পরীক্ষানিরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ধীরে ধীরে বাজার থেকে পুরনো নোট গুলি তুলে নিয়ে, নতুন নোট গুলি বাজারে আসবে। জানা গিয়েছে যারা চোখে কম দেখে বা দেখতে পায় না তাঁদের পক্ষেও সুবিধা জনক হবে এই নতুন ১০০ টাকার নোট।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট