আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচির ডিজিটাল শংসাপত্রের কেন প্রধানমন্ত্রীর ছবি? প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্য শাসকদলের তরফে অভিযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে তৎপর হয় নির্বাচন কমিশন এবং শংসাপত্র থেকে ছবি সরানোর নির্দেশ দেন কমিশন।
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি টুইটারে টুইট করে বলেন,’ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এরপরেও প্রধানমন্ত্রীর ছবি নির্লজ্জভাবে কোভিড-১৯ শংসাপত্রে ব্যবহার করা হচ্ছে।’
এরপরে নির্বাচন কমিশন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের থেকে তথ্য চেয়ে পাঠায় এবং শংসাপত্র থেকে ছবি সরানোর নির্দেশ দেন। এক সরকারি সূত্রের দাবি, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছেন, যে রাজ্যগুলিতে নির্বাচন চলছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া যাবে না। প্রসঙ্গত, গত ২৬ শে ফেব্রুয়ারী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ স্থির করা হয়। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, অসম ও পুদুচেরি এই পাঁচরাজ্যে নির্বাচন হবে।