Friday, March 24, 2023

তৃতীয় দফায় টিকাকরণের জন্য নাম নথিভুক্তিকরণ শুরু হচ্ছে আজ বিকাল ৪ থেকে..

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ দেশ জুড়ে আগামী ১ মে থেকে শুরু হতে চলেছে তৃতীয় দফার করোনা টিকাকরণ কর্মসূচি। তৃতীয় দফা টিকাকরণ কর্মসূচীতে টিকা দেওয়া হবে ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের। করোনার এই তৃতীয় দফার টিকাকরণের জন্য আজ বিকাল ৪ টে থেকে শুরু হয়ে যাচ্ছে নাম নথিভুক্তকরন।

আজ বিকাল ৪টের পর থেকে ১৮ থেকে ৪৫ বছর বয়সী ইচ্ছুক ব্যাক্তিরা নিজেদের মোবাইলে থেকে আরোগ্য সেতু অ্যাপে এবং কো-উইন অ্যাপে নিজ নিজ নাম নথিভুক্ত করতে পারবেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত গোটা দেশ। এমত অবস্থায় দেশে সার্বিক টিকাকরণ প্রক্রিয়া শুরু হলে অনেক মানুষ আবার একত্রে জমায়েত হবে ফলে সংক্রমণ আরও ছড়িয়ে যেতে পারে। তাই পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রের তরফে নাম নথিভুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে।

তৃতীয় দফার টিকাকরণ ১ মে গোটা দেশে শুরু হলেও। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানান হয়েছে রাজ্যে তৃতীয় দফার টিকাকরণ কর্মসূচী শুরু হবে আগামী ৫ই মে থেকে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট