Wednesday, March 22, 2023

Indian idol 12: TRP দখল নিয়ে বিতর্কে রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল ১২

আউটলাইন বাংলা ডেস্ক: রিয়েলিটি শো নিয়ে দর্শকদের মনে সবসময় প্রশ্ন থাকে যা দেখানো হয় সব কিছু রিয়েল? নাকি সম্পূর্ণ ব্যাপারটা অন্যরকম। রিয়েলিটি শো নিয়ে নানারকম বিতর্ক হয়েই থাকে। অনেকের মতে রিয়েলিটি শোতে যা দেখানো হয় সবই টিআরপি পাবার জন্য। এবার এইরকমই এক রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডেল ১২ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

জানা গেছে, দিনকয়েক আগে এই শো এর প্রতিযোগী সায়েলি কাম্বলের দারিদ্র্যকে টিআরপির জন্য ব্যবহার করা হয়েছে। মুম্বাইয়ের টাটানগরের বাসিন্দা অ্যাম্বুলেন্স ড্রাইভারের মেয়ে। নানা অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছে। এইরকমই তুলে ধরেছেন শো এর নির্মাতারা। এইসব নিয়ে ভালোই চলছিল। এমন সময় সায়েলির একটি ভিডিও দর্শকদের নজরে আসে। যেখানে তাকে নামী শিল্পী সুরেশ ওয়াদকরের সাথে গান গাইতে দেখা যায়।

সেই ভিডিও দেখতেই দর্শকরা চটে যায়। তাদের মনে হয় শুধুমাত্র টিআরপি পাওয়ার জন্য মিথ্যে প্রচার করা হচ্ছে। এমনকি নতুন ট্যালেন্টদের দেখাতে না পারার অক্ষমতাকেও কটাক্ষ করেছেন দর্শকরা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট