Outlinebangla Digital Desk: ব্যাঙ্ক চালানোর মতো পর্যাপ্ত মূলধনের অভাবে এবার রাজ্যের বাগনানের ইউনাইটেড কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল আরবিআই।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কারণ হিসেবে জানিয়েছে, ব্যাঙ্কটি আরবিআইকে সুদ দেওয়ার মতো অবস্থায় নেই। আরও জানিয়েছে, ব্যাঙ্কের পর্যাপ্ত মূলধন ও আয়ের কোনও সম্ভাবনা নেই। এমনকি ব্যাঙ্কের যা অবস্থা, তাতে গ্রাহকদের সম্পূর্ণ টাকা দিতে পারবে না।
শীর্ষ ব্যাঙ্ক নিষেধাজ্ঞা জারি করার পর থেকে আর ব্যবসা করতে পারবে না বলে জানানো হয়েছে। এই করোনা পরিস্থিতিতে ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গ্রাহকরা। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের সমস্ত টাকা ব্যাঙ্কের বীমা বিভাগ থেকে পাবেন।